ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রাবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

রাবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩০, ২৮ সেপ্টেম্বর ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবিতে)  সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে রাজশাহী-১ সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা শিশুদের সাথে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় তিন শতাধিক পথশিশুদের মাঝে নতুন জামা ও খাবার বিতরণ করা হয়।
  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, কাকনহাট পৌরসভার মেয়র আব্দুল মজিদ, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, তানোর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোদাগাড়ি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুদ্দীন তুহিন প্রমুখ।

এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে আনন্দ র‌্যালী বের হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি