ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঢাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:১৩, ২৮ সেপ্টেম্বর ২০১৯

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনন্দ মিছিল করেছে  বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়।

এর আগে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে জড়ো হন। মধুর ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি মল চত্বর হয়ে টিএসসিতে এসে টিএসসির সড়কদ্বীপ প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়। এ সময়, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবিসহ ব্যানার ফেস্টুন বহন করেন নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে ৭৩টি বৃক্ষরোপণ করা হবে।

এ সময় আনন্দ মিছিলে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন সহ ছাত্রলীগের কেন্দ্রীয়, হল শাখা ও ঢাকা মহানগর  ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি