ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বৃক্ষরোপণের মাধ্যমে সিকৃবিতে শেখ হাসিনার জন্মদিন পালন 

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২২:২৫, ২৮ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রলীগের কর্মীরা। কৃষি অর্থনীতি অনুষদ ছাত্রলীগের কর্মীদের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

অত্র অনুষদের কর্মীরা বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াসিম চত্বরে একত্রিত হয়। এরপর বিকাল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে তারা বৃক্ষরোপণ করে।এ সময় তারা আমগাছের চারা, দেবদারু গাছের চারা ও বকুল ফুলের চারা রোপণ করে। 

বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করার বিষয়ে সিকৃবি ছাত্রলীগের কর্মী মাহবুব এলাহী বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমাদের সবার প্রিয় আপার জন্মদিন উপলক্ষে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশরত্ম শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ় প্রত্যয়ী আমরা। 
কেআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি