ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঢাবি ‘চ’ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:২০, ২৯ সেপ্টেম্বর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট-এর অধীনে ১মবর্ষ বিএফএ (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা (অংকন) শনিবার সকালে ক্যাম্পাসে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।এছাড়াও চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।এবছর চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে অংকন পরীক্ষায় ১৫১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর 'চ ইউনিটে' ১৩৫টি আসনের বিপরীতে আবেদনকারীর প্রায় ১৬ হাজার ভর্তিচ্ছু এমসিকিউ(মাল্টিপল চয়েস কোয়েশ্চন)পরীক্ষা দেয়।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি