বৃহস্পতিবার থেকে ইবিতে দুর্গাপূজার ছুটি শুরু
প্রকাশিত : ১৭:৫০, ৩০ সেপ্টেম্বর ২০১৯
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) আগামী ৩ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রভোস্ট কাউন্সিল।
সোমবার প্রভোস্ট কাউন্সিলের এক জরুরী সভার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শারদীয় দ‚র্গা প‚জার ছুটি ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার নির্বাহী ক্ষমতায় ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন বলে বিশ্ববিদ্যারয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।
ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ৩ থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট ৯ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। ১২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্যক্রম চলবে।
এদিকে প্রভোস্ট কাউন্সিলের এক জুরুরী সভার শারদীয় দুর্গাপূজা ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ৩ অক্টোবর সকাল ১১টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের এবং ১১ অক্টোবর সকাল ৯টায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরামর্শে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেআই/
আরও পড়ুন