ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জবিতে রক্ত দাতাদের সংবর্ধনা দিল `বাঁধন`

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:২০, ৩০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৯:২১, ৩০ সেপ্টেম্বর ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় 'বাঁধন' এর ত্রয়োদশ ডোনার সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টায় র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।উক্ত র‍্যালিতে অংশ নেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান।

এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সংগঠনের সভাপতি নেওয়াজ শরীফ টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ড.একেএম আমিনুল হক, অধ্যক্ষ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ।

এতে উপস্থিত ছিলেন,'বাঁধন' জবি ইউনিট এর শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক, মো.আব্দুল মান্নান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস। আলোচনা সভা শেষ এক বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি