ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কমিটি গঠন

ববি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৩৪, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (ববিসাস) ১ম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। পরিষদে দৈনিক দেশ রূপান্তর’র শফিকুল ইসলামকে সভাপতি ও দ্য পোষ্টম্যান’র লালন হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ছাত্র-শিক্ষক কেন্দ্রে গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে ১১ সদস্য বিশিষ্ট এ পরিষদ নির্বাচিত করেন সমিতির সদস্যরা। 

পরিষদের অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সুমাইয়া আক্তার তারিন (দৈনিক অধিকার), যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান (একুশে টেলিভিশন), কোষাধ্যক্ষ সোহেল রানা (দ্য ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ (দৈনিক বরিশাল বার্তা), কার্যনির্বাহী সদস্য আরিফ হোসেন (দ্য নিউ নেশন), ইমরুল কায়েস (দৈনিক আজকের পরিবর্তন), ফারিয়া জাহান (দ্য বাংলাদেশ টুডে) এবং কাজী হাফিজুর রহমান (দক্ষিণের সময়)।

নবনির্বাচিত এ পরিষদ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানকে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি