ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নোবিপ্রবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি 

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৬, ৪ অক্টোবর ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে। আবেদনের সময়সীমা ৪ অক্টোবর থেকে বাড়িয়ে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক। 

আশানুরূপ আবেদন না পড়া এবং আগের সময়সীমা অনুযায়ী ৪ অক্টোবর ভর্তি আবেদনের শেষ দিন যান্ত্রিক ত্রুটির কারণে শিক্ষার্থীদের আবেদন কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান। 

এর আগে গত ৫ সেপ্টেম্বর অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়। আগামী ২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nstu.edu.bd) এ পাওয়া যাবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি