ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সিকৃবিতে দুর্গা পূজার ছুটি ৫ দিন

সিকৃবি প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৮:৩৭, ৫ অক্টোবর ২০১৯

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষ্যে  সিলেট কৃষি  বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আগামী কাল  রোববার ( ৬ অক্টোবর)  থেকে ছুটি শুরু। এ ছুটি চলবে বৃহস্পতিবার (১০ অক্টোবর) পর্যন্ত। 

শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে আগামী ০৬-১০-২০১৯ হতে ১০-১০-২০১৯ তারিখ পর্যন্ত  এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং অফিস বন্ধ থাকবে। রেজিস্ট্রার দপ্তর থেকে  এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে ৪ ও ৫ অক্টোবর শুক্র ও শনিবার  হওয়ায় বৃহস্পতিবারই  ছিল শেষ ক্লাস পরীক্ষা।  আবার ১১ ও ১২ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এই লম্বা ছুটিতে  অনেকেই প্রিয়জনদের টানে বাড়ির দিকে রওনা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হলগুলো অনেকাংশেই ফাঁকা হয়ে গেছে। যারা আছেন তারাও চলে যাবেন আজ কালের মধ্যেই। ছুটির সময় হলসমূহ বন্ধ থাকবে। রোববার (১৩ অক্টোবর) থেকে ক্যাম্পাসের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি