ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:২২, ৭ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম শাখা। সোমবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর দুই নং গেইট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকাল সাড়ে চারটার দিকে একটি বিক্ষোভ মিছিল প্রবর্তক মোড় ও ষোলশহর স্টেশনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দুই নং গেট এলাকায় এসে শেষ হয়। সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন,সংগঠনটির চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক আরিফুল হক তাহের, আমির হোসেন জুয়েল, সাইফুদ্দীন সোহাগ ও এরশাদ। এছাড়াও শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদে ফেসবুকে একটি স্ট্যাটাসের প্রেক্ষিতে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে। সারাদেশে ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এই হত্যাকান্ডের  সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন লুকোচুরি খেলছে। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি