ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ডুয়েটে আবরার হত্যাকারীদের শাস্তির দাবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ৮ অক্টোবর ২০১৯

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের বিচারে দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্ররা। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডুয়েটের প্রধান ফটকের সামনে শিববাড়ি-শিমুলতলী সড়কের পাশে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মো. ফয়সাল, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মো. সুজন সরকার, কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র মো. আশরাফুল ইসলাম।

বক্তারা অনতিবিলম্বে আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি