ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আবরার হত্যার বিচার দাবিতে বেরোবিতে বিক্ষোভ মিছিল

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৫, ৮ অক্টোবর ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিলটি বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে অবিলম্বে খুনিদের সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ করা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান শিক্ষার্থীরা। 

আই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি