ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাভাপ্রবিতে আবরার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৩, ৮ অক্টোবর ২০১৯

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।

আই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি