রাবি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাঁধা
প্রকাশিত : ১৮:৪৯, ৮ অক্টোবর ২০১৯
- মাভাপ্রবিতে আবরার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- আবরার হত্যার বিচার দাবিতে বেরোবিতে বিক্ষোভ মিছিল
- আবরার হত্যা: মুখে কালো কাপড় বেঁধে ময়মনসিংহে বিক্ষোভ
- আবরার হত্যার প্রতিবাদে উত্তাল রাবি (ভিডিও)
- আবরার হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ
- আবরার হত্যার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে পুলিশি বাঁধার মুখে পড়ে তারা। একপর্যায়ে তুমুল ধাক্কাধাক্কি সৃষ্টি হলে পরিবেশ তীব্র হয়ে উঠে।
মঙ্গলবার সকাল থেকে আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
এ রিপোর্ট লেখার মুহূর্তে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তবে পরিবেশ মোটামুটি শান্ত রয়েছে।
এনএস/
আরও পড়ুন