ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

খুবিতে আবরার ফাহাদ স্মরণে মোমবাতি প্রজ্বলন

খুবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩০, ৯ অক্টোবর ২০১৯

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সারোয়ার জাহান উপস্থিত থেকে বলেন, আবরার হত্যাকান্ডে যারা জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা মনে করি,অতীতের হত্যাকান্ডগুলোর বিচারহীনতার জের ধরেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।তিনি অতীতের সকল হত্যাকাণ্ডেরও সুষ্ঠু বিচার দাবি করেন।
 
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক মো. শরীফ হাসান লিমন বলেন, বিচারহীনতার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় এসব হত্যাকাণ্ডের অন্যতম কারণ।

শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কারও মায়ের বুক খালি করার সংস্কৃতি শিক্ষাঙ্গনে শোভা পায় না।

মোমবাতি প্রজ্বলন শেষে শিক্ষার্থীরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি