ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. রাজিউর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ১১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরন্নবী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হয়েছে।

এর আগে সকালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক প্রক্টর আশিকুজ্জামান ভুঁইয়া পদত্যাগ করেন।

এদিকে তরুণ, মেধাবী ও শিক্ষার্থীবান্ধব জনপ্রিয় শিক্ষক ড. রাজিউর রহমান প্রক্টর হিসেবে দায়িত্ব পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি