বুয়েটের হলে হলে আজ থেকে অভিযান
প্রকাশিত : ০৮:২৮, ১২ অক্টোবর ২০১৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলে হলে অভিযান চালাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ থেকেই শুরু হবে এই অভিযান।
বুয়েটের ছাত্র কল্যাণ দফতরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক ড. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘বুয়েটের সব হলে পাঁচজন করে সিনিয়র শিক্ষক নিয়ে অভিযান চালাবে বুয়েট প্রশাসন।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি হলেই বহিরাগতরা থাকে, সাবেক শিক্ষার্থী থাকে, তাদের বের করে দেয়া হবে। এ ছাড়া মাদক ও অস্ত্রশস্ত্র যদি থাকে তাও উদ্ধারে অভিযান চালানো হবে।’
ড. মিজানুর বলেন, ‘পাস করেও হলে ৫০ শতাংশ শিক্ষার্থী থাকছেন। তিন জনের রুমে একজন থাকা ও রাজনৈতিকভাবে দখল করা রুমগুলো দখল মুক্ত করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
এসএ/
আরও পড়ুন