ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ছুটি শেষে সিকৃবি খুলছে রোববার

সিকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:১৮, ১২ অক্টোবর ২০১৯

শারদীয় দূর্গাপুজার ছুটি শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। শনিবার বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

দূর্গাপূজা উপলক্ষে গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। তবে ১১ ও ১২ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে ১৩ অক্টোবর রোববার থেকে। 

দূর্গাপূজা ও সপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময় বন্ধ ছিল সিকৃবির সকল হলও। 

এদিকে ছুটি শেষ হওয়ায় এরই মাঝে হলে ফিরেছে সকল আবাসিক ছাত্রছাত্রীরা। আর এতেই দীর্ঘ ছুটির পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফিরে পেয়েছে তার প্রাণ। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি