ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ শিক্ষামন্ত্রীর  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:১৭, ১৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা উপলক্ষে আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভায় সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস রোধ করতেই কোচিং সেন্টার বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখন সব ধরনের পরীক্ষায় প্রশ্নফাঁস রোধ করা যাচ্ছে। আশা করছি এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাতেও প্রশ্নফাঁস রোধ করা যাবে।

তিনি বলেন, আমাদের অনেক দায়িত্ব। ছোটদের এই পরীক্ষা যেন সুন্দরভাবে শেষ করা যায় সেদিকে সবাইকে সচেতন হতে হবে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব মাহমুদুল হক, মাউশির পরিচালক সৈয়দ গোলাম ফারুকসহ আরও অনেকে।

উল্লেখ্য, এবারে ২ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি পরীক্ষা ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত দিনগুলোতে ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি