ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

অবৈধভাবে হলে থাকার সুযোগ নেই: ঢাকা কলেজ অধ্যক্ষ

ঢাকা কলেজ সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৩৮, ১৪ অক্টোবর ২০১৯

ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসগুলোতে যেসকল শিক্ষার্থীরা অবৈধভাবে অবস্থান করছে,তাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন।

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজের আবাসিক হলগুলোতে অনিবন্ধিত ও অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়।সম্প্রতি অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে নিম্নোক্ত নির্দেশাবলি মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়-
-যাদের বৈধতা নেই তারা ছাত্রাবাসসমূহে অবস্থান করতে পারবে না।
-কোনো অছাত্র ছাত্রাবাসে অবস্থান করবে না।
-যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তারা ছাত্রাবাসে অবস্থান করতে পারবে না।
-বৈধ আবাসিক ছাত্রদের নাম, বিষয়, শিক্ষাবর্ষ ও শ্রেণি উল্লেখসহ বিভাগে তালিকাভুক্ত হতে হবে। তালিকাভুক্তির বাইরে কোনো ছাত্র ছাত্রাবাসে অবস্থান করার কারণে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক সমস্যায় পড়লে কলেজ বা ছাত্রাবাস কর্তৃপক্ষ কোনো দায় বহন করবে না।
এ সম্পর্কে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, যারা অবৈধভাবে হলে অবস্থান করছে তাদের আর থাকার কোনো সুযোগ নেই। নির্দেশনার পরও যারা হল ত্যাগ করবে না, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 
উল্লেখ্য, ঢাকা কলেজের ৮টি আবাসিক ছাত্রাবাসে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী বসবাস করে।
আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি