ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জবির বিজ্ঞান বিভাগে ভর্তিপরীক্ষার ফল প্রকাশ 

জবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৪৯, ১৭ অক্টোবর ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষ লিখিত ভর্তিপরীক্ষার বিজ্ঞান  বিভাগের (ইউনিট-১) ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।

গত ২১ সেপ্টেম্বর (শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের (ইউনিট-১) লিখিত ভর্তিপরীক্ষা সকালে ও বিকালে মোট ২ শিফটে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান বিভাগে (ইউনিট-১) ১১৫৫টি আসনের বিপরীতে মোট ২১ হাজার ৪৭১ জন শিক্ষার্থী লিখিত ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ করে।

এদিকে, ভর্তি সংক্রান্ত নির্দেশনাবলী ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (jnu.ac.bd) এবং (admissionjnu.info)-তে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের (ইউনিট-১) শিক্ষার্থীদের জন্য মোট ১১৫৫টি আসন বরাদ্দ রয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি