ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গবিতে ফাহাদের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ কর্মসূচি

গবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:২৯, ১৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পশ্চিম দিকে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয় সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মোকাম্মেল, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) জুয়েল রানা, সাধারণ সম্পাদক (জিএস) নজরুল ইসলাম রলিফ, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ছাত্র সংসদের সহ-সভাপতি জুয়েল রানা বলেন,‘আমরা বিশ্ববিদ্যালয়ে ১০০ ফলজ, ১০০ ভেষজসহ তিন শতাধিক বৃক্ষরোপন করব। আজ আবরার ফাহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কিছু গাছ রোপণ করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ৬ অক্টোবর (রবিবার) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তদারকির নামে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে অমানবিক নির্যাতন চালায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে নির্যাতনের মুখে নিহত হন আবরার।
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি