ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এমসিকিউ পদ্ধতিতে প্রকৃত মেধা যাচাই হয় না: রাবি উপাচার্য

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১২:৪৩, ২১ অক্টোবর ২০১৯

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিলে প্রকৃত মেধা যাচাই হয় না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহান। তাই রাবিতে বহুনির্বাচনী (এমসিকিউ) পাশাপাশি লিখিত পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, এতে প্রকৃত মেধাবীরা তাদের যোগ্যতানুযায়ী চান্স পাবে।

সোমবার রাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ১ম দিনে হলগুলো পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ইতিপূর্বে আমাদের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। এ বছরেও তার ব্যতিক্রম হবে না। ভর্তি পরীক্ষায় আমাদের একটা ঐতিহ্য আছে। ভর্তিচ্ছুদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে আমরা ১৮টি হেল্প ডেস্ক রেখেছি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নারী অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জিমনেশিয়ামে আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। একইসঙ্গে পরীক্ষা চলাকালে শিক্ষাথীদের নারী অভিভাবকদের জন্য শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক কেন্দ্র ও পুরুষ এবং নারী উভয়ের জন্য কাজী নজরুল ইসলাম মিলনায়তন উন্মুক্ত থাকবে। আশা করি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

জালিয়াতির বিষয়ে তিনি বলেন, জালিয়াতির মাধ্যমে কারও ভর্তি হওয়ার পরেও প্রমাণ পাওয়া গেলে ছাত্রত্ব বাতিল করা হবে। জালিয়াতি, অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎপর আছে প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবারের পরীক্ষায় তিনটি ইউনিটে মোট আসন সংখ্যা ৪ হাজার ৭১৩টি। যার বিপরীতে ভর্তিচ্ছু এ ইউনিটে ৩১ হাজার ১২৯ জন, বি ইউনিটে ১৫ হাজার ৭৩২ জন এবং সি ইউনিটে ৩১ হাজার ২২৯ জন চূড়ান্ত প্রতিযোগী রয়েছেন।

পরীক্ষার প্রথম দিনে ২১ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত ইউনিট-‘এ’ এর, গ্রুপ-১ এর (রোল ১০০০১ থেকে ২৫৫৬৫ পর্যন্ত) পরীক্ষা চলে। এরপর বেলা ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত ইউনিট-‘এ’ এর গ্রুপ-২ এর (রোল ৫০০০১ থেকে ৬৫৫৬৪ পর্যন্ত) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া, বিকাল ৩টা থেকে ৪ টা ৪৫ পর্যন্ত, ইউনিট-‘বি’ এর গ্রুপ-১ এর (বাণিজ্য) রোল ১০০০১ থেকে ১৮৬৩৭ পর্যন্ত এবং ইউনিট-‘বি’ এর গ্রুপ-২ (অবাণিজ্য) রোল: ৮০০০১ থেকে ৮৭০৯৫ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত ইউনিট-‘সি’ এর গ্রুপ-১ (বিজ্ঞান) রোল: ১০০০১ থেকে ২৫২৫৭, বেলা ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত, ইউনিট-‘সি’ এর গ্রুপ-২ (বিজ্ঞান) রোল: ৫০০০১ থেকে ৬৫২৫৬ পর্যন্ত ও ইউনিট-‘সি’ এর গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) রোল: ৮০০০১ থেকে ৮০৭১৬ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি