ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেকৃবির শিক্ষার্থী পেলেন বেস্ট প্রেজেন্টার এওয়ার্ড

শেকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৪৯, ২১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী রাজিয়া সুলতানা জাতীয় জীবপ্রযুক্তি মেলা-২০১৯ এর জনসচেতনতামূলক পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় বেস্ট প্রেজেন্টার এওয়ার্ড পেয়েছেন। এওয়ার্ড প্রাপ্তিতে রাজিয়াকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গত ১৮-১৯ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে তথ্য মন্ত্রণালয় ও ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি আয়োজিত ২য় জীবপ্রযুক্তি মেলা-২০১৯ এর জনসচেতনতামূলক পোস্টার ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায়  ১৭ টি বিশ্ববিদ্যালয় থেকে আগত ৩০০ জন প্রতিযোগি অংশগ্রহন করেন। বাচাইকৃত ১২০ জন থেকে সেরা  হন রাজিয়া সুলতানা। বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ যে, রাজিয়া সুলতানা শেকৃবি’র বায়োটেকনোলজি বিভাগের স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার শ্যামপুর গ্রামে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি