ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোবিপ্রবিতে মার্কেটিং ব্যাটেল`র পুরষ্কার বিতরণী

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:১৮, ২৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিজনেস ক্লাবে আয়োজনে ‘মার্কেটিং ব্যাটেল ১৯’র চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।

মার্কেটিং ব্যাটেলের মূল প্রতিপাদ্য বিষয় ‘ডিফেন্স টিল দ্যা এ্যন্ড’ প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে নিজের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে ব্যবসা জগতে নিজ নিজ পণ্য নিয়ে টিকে থাকার লড়াই করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি ড. এস. এম. নজরুল ইসলাম। সুলতানা রাজিয়া তৃষার উপস্থাপনায় ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম মিয়া, সহকারী অধ্যাপক মো. শফিকুল আলম এবং সহকারী অধ্যাপক মাহবুবুল হক প্রমুখ।

মার্কেটিং ব্যাটেল'১৯ এ মোফতাহ্সিন শাহরিয়ার চ্যাম্পিয়ন, উম্মে রুম্মান দিপা প্রথম রানার্স আপ, আরাফাত রহমান দ্বিতীয় রানার্স আপ এবং আব্দুল্লাহ বিন ইসলাম নাদিম পেয়েছেন বেস্ট পোর্টপলিও অ্যাওয়ার্ড। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদেরকে পুরষ্কার ও সনদ প্রদান করেন।

উল্লেখ্য, ২০ অক্টোবর মার্কেটিং ব্যালেট ১৯’র প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ড থেকে ৮ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি