ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ১ম ব্যাচের র‍্যাগ ডে অনুষ্ঠিত

জবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৩৫, ২৪ অক্টোবর ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা গবেষণার সেমিনারে কেক কাটার মাধ্যমে র‍্যাগ ডের উদ্বোধন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মনিরা জাহান।

র‍্যাগ ডে উপলক্ষ্য শিক্ষার্থীরা আই ই আর প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি পুরো ক্যাম্পাস একবার প্রদক্ষিণ করে শান্ত চত্ত্বরে এসে শেষ হয়।

ইনস্টিটিউটের ১ম ব্যাচের শিক্ষার্থী শাহজালাল শুভ বলেন, ‘দেখতে দেখতে চারটা বছর কোনদিক দিয়ে কেটে গেলো বুঝতেই পারলাম না। আমাদের স্যার ম্যামদের আদর, ভালোবাসা এবং শাসন কখনো ভুলতে পারবো না।’

উল্লেখ্য যে, বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে পুরো অডিটোরিয়ামে উৎসবের আমেজ তৈরি হয় এবং সারাদিন বিভিন্ন আয়োজনে ক্যাম্পাস মাতিয়ে রাখেন এ বিভাগের শিক্ষার্থীরা।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি