ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাবি’র হলে গায়ে হলুদের অনুষ্ঠান!

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৩:৩৬, ২৭ অক্টোবর ২০১৯

রংপুরের মেয়ে আফরিন আরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদভু্ক্ত পেইন্টিং ডিপার্টমেন্টের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী। ঢাকার ছেলে হাসনাত সৌরভও ওই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র।

দু’জনে ক্যাম্পাসে প্যারিস রোডের অধ্যায় শেষ করলেন সফলভাবেই। এরপর হাসনাত চাকরির খবর আফরিনের কানে পৌঁছে দিতেই, দুই পরিবারের কানে তাদের সম্পর্কের কথা পৌঁছাতে আর সময় লাগেনি। বাকি ফরমালিটিটুকু দুই পরিবারের সদস্যরাই সম্পন্ন করেছেন।

পরিবার হতে নভেম্বরে বিয়ের দিন তারিখ ঠিক করা হলেও কনের নিজের ইচ্ছাতেই এতদিনের হল জীবনের বান্ধবীদের সঙ্গে নিজের হলুদ সন্ধ্যা পালনের সিদ্ধান্ত নেন। তারই ফলশ্রুতি হিসেবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের এই উৎসবমুখর পরিবেশ।

এতদিন নিজের মেয়ের মতো আগলে রাখা হল প্রভোস্ট হলুদ লাগানোর মধ্য দিয়েই হলুদ সন্ধ্যাটি শুরু হয়। প্রযুক্তির এই যুগে দুই পরিবারের সদস্যরা এবং হাসনাত সার্বক্ষণিক যুক্ত ছিল ভিডিও কলের মাধ্যমে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি