ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীপাবলি উদযাপিত

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ১১:০৫, ২৮ অক্টোবর ২০১৯

সহস্র প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। 

গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দীপাবলি উদযাপন করেছেন।

সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সিড়ি, প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’র পদদেশসহ বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বলন, আতশবাজি ও ফানুশ উড়িয়ে উৎসব পালন করা হয়। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে প্রসাদ বিতরণ, আরতি ও ধর্মীয় সংগীতসহ নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন উপস্থিত ছিলেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি