ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির তানজির

শেকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:৪০, ৩১ অক্টোবর ২০১৯

তানজির আহমেদ

তানজির আহমেদ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রথম এবং একমাত্র রোভার হিসেবে তানজির আহমেদ বাংলাদেশ স্কাউটস কর্তৃক ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০১৯ পুরস্কার অর্জন করেছেন। অ্যাওয়ার্ড প্রাপ্তিতে তানজিরকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মানবকল্যাণের উদ্দেশ্যে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, আপদকালীন উদ্ধার, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ প্রভৃতি কাজে আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ তাকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনিত করা হয়।

স্কাউট একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। বিশ্বের অনেক দেশেই স্কাউট আন্দোলন চালু রয়েছে। বাংলাদেশেও অনেক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম চলছে।

প্রথমবারের মতো সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে সিনিয়র রোভারমেট তানজির আহমেদ বলেন, স্কাউটিং বা রোভারিং জীবনকে ভালোবাসতে শেখায়। জীব প্রেম ও মানব প্রেমে উদ্বুদ্ধ করে। পৃথিবীকে আমরা যেমন পেয়েছি, তার চেয়েও উন্নত রেখে যাওয়ার প্রত্যয় স্কাউট আমাকে শিক্ষা দিয়েছে। হ্যাপি রোভারিং, সুনাগরিক প্রতিদিন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি