ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গবিতে মেডিসিন ক্লাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি 

গবি সংবাদদাতা  

প্রকাশিত : ২১:২৬, ২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

'বৃথা যাবে না রক্ত মোর করছি যে দান, শাশ্বত এ জীবন আমার এনেছি যে প্রাণ।' এই স্লোগানকে সামনে রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। 
 
বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন মেডিসিন ক্লাবের উদ্যোগে শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই জোনে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের সভাপতি সৌরভ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মুমতাহিনা নওরিন মিম সহ মেডিসিন ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

মেডিসিন ক্লাব গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি সৌরভ চন্দ্র দাস বলেন, মেডিসিন ক্লাব গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ইউনিট সম্পূর্ণ ফ্রিতে ব্লাড গ্রুপিং নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গণ বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। আমরা ভবিষ্যতে এ ধরণের জনকল্যাণ মূলক কাজ অব্যাহত রাখব। 

এছাড়া তিনি বলেন, একজন মানুষের জরুরী মূহুর্তে রক্তের প্রয়োজন হলে ব্লাড গ্রুপ জানা না থাকলে তখন রক্ত দিতে বিলম্ব হয়। আর এতে অনেক সময় রোগী মারা যায়। তাই তারা বিভিন্ন স্থানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের মাধ্যমে সাধারন মানুষের রক্তের গ্রুপ সনাক্ত করছেন। তারা ছাত্র জীবনের মত কর্ম জীবনেও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অসহায় গরীব-দুঃখীদের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন। "

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি