ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

শেকৃবিতে মাদক, র‌্যাগিং ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

শেকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৪৪, ৩ নভেম্বর ২০১৯

চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিভিন্ন পত্রিকায় মাদক, র‌্যাগিং ও সন্ত্রাস বিরোধী খবর প্রকাশিত হওয়ার টনক নড়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি)। এতে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে এক সমাবেশ আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি।

গতকাল শনিবার শেকৃবি’র কেন্দ্রীয় অডিটোরিয়ামে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও র‍্যাগিং বিরোধী এ সমাবেশে আয়োজন করা হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেকৃবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী।

অনুষ্ঠানের সভাপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, র‌্যাগিং একটি অপসংস্কৃতি। শিক্ষার্থীদের মনন বিকাশে বাধা দেয় এমন অপসংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়া সম্ভব। র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার দৃঢ় প্রত্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি