ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জবির ক্যান্টনমেন্ট কলেজ য‌শোর স্টুডেন্টদের নতুন কমিটি

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১১, ৩ নভেম্বর ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়ণরত যশোর ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ‘ক্যান্টনমেন্ট কলেজ য‌শোর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। জানা যায় এটি জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ক‌লেজ ভি‌ত্তিক প্রথম সংগঠন।

সংগঠ‌নের সভাপতি পদে গণ‌যোগা‌যোগ ও সাংবা‌দিকতা বিভা‌গের ১০ম ব্যাচের রাজু আহ‌মেদ রাজ এবং সাধারণ সম্পাদক পদে হিসাব‌বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের রা‌শেদুর রহমান নির্বাচিত হয়েছেন। 

র‌বিবার দুপুরে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচক ক্যন্টনমেন্ট কলেজের প্রাক্তণ শিক্ষার্থী জবির সা‌বেক প্রক্টর ও বর্তমান শিক্ষক সমি‌তির সাধারন সম্পাদক নূর মোহাম্মাদ এ কমিটি ঘোষণা দেন। এ সময় সংগঠন‌টির সা‌বেক সভাপতি আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল আমিন সহ অন্যান্যরা উপ‌স্থিত ছি‌লেন।

১৮ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন,
সহ-সভাপতি: মো: কামরুজ্জামান রাজা, মো: মাসুদ রানা, শেখ মোস্তাফিজুর রহমান (কৌশিক), যুগ্ম সাধারণ সম্পাদক: সাজিদুল নাঈম, সাংগঠনিক, সম্পাদক: রানা হামিদ, মোহাম্মদ নাসিম, প্রচার সম্পাদক : শারফুল আলম তানিন, দপ্তর সম্পাদক : নিয়াজ মাহমুদ সজীব,অর্থ সম্পাদক : তামিম হাসান,আপ্যায়ন সম্পাদক: মো: শাহরিয়ার তাসনুব ফাহিম, ছাত্রী বিষয়ক সম্পাদক: মোছা: বিথী খাতুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: অন্তরা সেন, সহ-সম্পাদক : সৈয়দ আবদুল্লাহ , ফাহিম ফয়সাল, কার্যকরী সদস্য: মো: আশিকুজ্জামান, মো: হাসিবুল নির্বাচিত হয়েছেন। 

এ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির দায়িত্ব প্রাপ্তরা আনুষ্ঠানিকভা‌বে তা‌দের কাজ শুরু কর‌বে। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি