ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবি-কুমিল্লা রুটে বাস সার্ভিস চালু হচ্ছে

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১১:১৫, ৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে কুমিল্লা পর্যন্ত পরীক্ষামূলকভাবে বাস চালু করতে যাচ্ছে জবি প্রশাসন। জবির পরিবহন প্রশাসক আবদুল্লাহ্-আল-মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জবির নতুন যে ১০টি বাস ও ২টি সংস্কারকৃত বাস চালু হতে যাচ্ছে সেগুলো বিআরটিসি বাসগুলোর সঙ্গে ওই একই রুটে চলাচল করবে।

এছাড়া নতুন আরও তিনটি রুটে বাস চালু হচ্ছে। সেগুলো হচ্ছে জবি-দোহার-নবাবগঞ্জ, জবি-হেমায়েতপুর ও পরীক্ষামূলকভাবে জবি-নারায়ণগঞ্জ (চাষাড়া) রুট।

এ বিষয়ে পরিবহন প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ইতিমধ্যে নতুন বাসগুলোর জন্য ১৫ জন বাস চালক নিয়োগ দেয়া হয়েছে এবং এই বাসগুলোর হেল্পার শিগগিরই বাছাই সম্পন্ন হবে।

এছাড়াও জবির নিজস্ব অর্থায়নে একটি দোতলা বাস খুব দ্রুতই পরিবহন পুলে যুক্ত হবে। যার রঙ হবে সিলভার ও নীল।

গতকাল রোববার বাস পরিচালনা কমিটি আনুষ্ঠানিক সভায় নতুন বাসগুলোর রুট নিয়ে আলোচনা হয়। আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করার কথা রয়েছে। এছাড়া ট্রেজারারের পদ ফাঁকা থাকায় অনেক প্রক্রিয়া আটকে আছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে ও শিক্ষার্থীদের পরিবহন সংকটের বিষয়টি মাথায় রেখে নতুন ১০টি বাস কেনার ও পুরাতন ২টি বাস সংস্কার করার ঘোষণা দেয় জবি প্রশাসন। যা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রুটে যুক্ত করার পরিকল্পনার পাশাপাশি নতুন কিছু রুটে বাস চালানোর উদ্যোগ নেয়া হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি