তারা বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়: জাবি ভিসি
প্রকাশিত : ১৮:০৭, ৫ নভেম্বর ২০১৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, ‘আমাদের চিন্তা করতে হবে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়কে কোথায় নিয়ে যেতে চায়। তারা ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। তারা তিন মাস থেকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে, সমস্যা সৃষ্টি করছে।’
তিনি বলেন, ‘একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে অসম্মান ও অপদস্থ করা হয়েছে। কিন্তু এটা করা হয়েছে কোনও প্রমাণ ছাড়াই। যদি কোনও প্রমাণ থাকে, যদি প্রমাণ পায়, তাহলে যা বিচার হবে তা মেনে নেব।’
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন উপাচার্য।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে। তার অপসারণ দাবিতে সোমবার সন্ধ্যা ৭টা থেকে তাকে বাসভবনে অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। মঙ্গলবার আন্দোলনরত ছাত্র-শিক্ষকের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়।
ফারজানা ইসলাম এ সময় বলেন, ‘আজ মানুষের জেগে ওঠা আমরা দেখেছি। আমার সহকর্মী কর্মকর্তা কর্মচারীসহ সব ছাত্রছাত্রী বিশেষ করে ছাত্রলীগের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তারা দায়িত্ব নিয়ে এ কাজটি করেছে। এখন সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সবাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।’
তিনি বলেন, ‘তারা সংবাদমাধ্যমকে অনবরত মিথ্যা তথ্য দিয়েছে, মিথ্যা বলে যাচ্ছে। এখন একটা জাগরণের সুযোগ এসেছে। এখন সত্যটা সবাই জানবে।’
এসি
আরও পড়ুন