ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

ববি সংবাদদাতা

প্রকাশিত : ২০:৪০, ৬ নভেম্বর ২০১৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছা‌দেকুল আরেফিন (আরে‌ফিন মা‌তিন) নিজ কর্মস্থলে ‌যোগদান ক‌রে‌ছেন।

আজ বুধবার বিকালে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, যোগদানকালে কারও পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি উপাচার্য। চার বছরের দায়িত্ব সুন্দরভাবে শেষ করতে পারলে তিনি ফুলেল শুভেচ্ছায় বিদায় নেবেন বলে জানান উপাচার্য। 

যোগদানকালে উপাচার্য ছাদেকুল আরেফিন বলেন, ‘বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষা ও গ‌বেষণা কার্যক্রম বেগবান করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমের সুযোগ করে দেওয়া, বিশ্ব‌বিদ্যালয়‌কে আন্তর্জা‌তিক পর্যা‌য়ে প‌রি‌চিত করার চেষ্টা করাই হ‌বে আমার প্রধান কাজ।’ 

অল্প সময়ের মধ্যে বিশ্ব‌বিদ্যাল‌য়ে স্থগিত হওয়া ভ‌র্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শিক্ষাবর্ষ জট নিরসনে কাজ করার কথা জানান তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি