কুবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত : ১৫:৩৫, ৮ নভেম্বর ২০১৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ সেশনের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়। বিকাল ৩টায় শুরু হয় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এছাড়া আগামীকাল শনিবার সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় পরীক্ষার হল পরিদর্শন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
ভর্তিযুদ্ধে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে ভিড় জমান। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য প্রতিটি কেন্দ্রের বাইরে সুপেয় পানির ব্যবস্থা করেছে জেলা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে মোট এক হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে ৬৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে এবং দ্রুত ফলাফল দেয়া হবে।
এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৭টি বিভাগে মোট ৩৫০ টি আসনের বিপরীতে ২৬ হাজার ৯৭৫ জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৮টি বিভাগে ৪৫০টি আসনের বিপরীতে ২৮ হাজার ২৯৫ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ৪টি বিভাগে ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।
একে//
আরও পড়ুন