ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

শনিবারের জেএসসি-জেডিসির পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ৮ নভেম্বর ২০১৯ | আপডেট: ২২:৫৮, ৮ নভেম্বর ২০১৯

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। জারি করা হয়েছে সতর্কতা। এ কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এর শনিবারের (৯ নভেম্বর) পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থগিত হওয়া জেএসসির শনিবারের গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। আর জেডিসির স্থগিত গণিত পরীক্ষাটি আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এদিকে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় ১৩ জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনি ও রোববারের (৯ ও ১০ নভেম্বর) ছুটি বাতিল করা হয়েছে। 

ছুটি বাতিল করে শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৩ জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি। আর রোববার (১০ নভেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি ছিল।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি