ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

যবিপ্রবি কর্মকর্তা সমিতির নতুন কমিটি

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৭, ১১ নভেম্বর ২০১৯

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী ও সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে সেকশন অফিসার এ টি এম কামরুল হাসান নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তাঁরা এই পদে দায়িত্ব পালন করবেন। 

ভোট গণনা শেষে আজ সোমবার বিকেলে এই ফলাফল ঘোষণা করেন কর্মকর্তা সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও পরিচালক (হিসাব) মোঃ জাকির হোসেন। প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৭ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে কয়েকটি ভোট ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল করা হয়।  

ঘোষিত ফলাফলে দেখা যায়, প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপ-গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস পেয়েছেন ২৬ ভোট। সহ-সভাপতি পদে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নজরুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হায়াতুজ্জামান ২৬ ভোট ও মোঃ জাহিদ হাসান পান ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে এ টি এম কামরুল হাসান পেয়েছেন ৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হেলালুল ইসলাম পেয়েছেন ২৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ শাহেদ রেজা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম হাসান আলী পেয়েছেন ২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ শরিফুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মু. মুন্সী মনিরুজ্জামান পান ৩১ ভোট। ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুর রাজ্জাক। তাঁর নিকটকম প্রতিদ্বন্দ্বী মোঃ কবির হোসাইন পেয়েছেন ৩৫ ভোট। 

দপ্তর ও প্রচার সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ কাজী শাহিনুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহীন হোসেন পেয়েছেন ৩৩ ভোট। অর্থ সম্পাদক পদে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পার্থ সারথী দাস। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান পেয়েছেন ৩৫ ভোট। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, উপ-রেজিস্ট্রার মোহাম্মাদ এমদাদুল হক ও নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুস সাকিব। 

ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এ বিশ^বিদ্যালয়ের উপর দিয়ে অনেক ঝড়-ঝঞ্চা এসেছে, তা আমরা পাশপাশি থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি। আশা করি, বিশ^বিদ্যালয়ের অগ্রযাত্রায় আগামীতেও আপনাদের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতা পাব।  

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি