ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোবিপ্রবি ছাত্রলীগের ১৬ নেতাকর্মী বহিষ্কার

নোবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ০০:১৪, ১২ নভেম্বর ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে হল ভাঙচুর ও শিক্ষকের উপর হামলার ঘটনায় ১৬ নেতাকর্মীকে ৬ মাসের জন্য সাময়িক বহিষ্কার এবং ২১ জনকে জরিমানা করা হয়েছে।

গত শনিবার (৯ নভেম্বর) রিজেন্ট বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুযায়ী আজ সোমবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কৃত ও দন্ডপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ব্যাচের মোট ১৬ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়। ৭ জনকে ২০ হাজার ও ১২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়। এছাড়া ২ জনকে এবারের মত সতর্কীকরণ করা হয়।

এতে বহিস্কৃত ১৬ জন হলেন, ২০১৫-১৬ বর্ষের রবিউল হক চৌধুরী (কৃষি), মো. জহিরুল ইসলাম (বিবিএ), মো আব্দুর রহিম সিয়াম (কৃষি), জাহিদ হাসান শুভ (ইএসডিএম),মো আল ইমরান (আইসিই) ও ২০১৬-১৭ বর্ষের কাজী আশরাফুল হক লিসান (ইএসডিএম), ইয়াসিন আরাফাত তারেক (ইএসডিএম), মো সাইফুল্লাহ সনি (সিএসটিই), মো তৌহিদুল ইসলাম (কৃষি), আব্দুল্লাহ আল মাসুদ (ফলিত গণিত), ওমর ফারুক (কৃষি), আব্দুল্লাহ আল নোমান (অর্থনীতি)।

এবং ২০১৩-১৪ বর্ষের মু.শফিউর রহমান অন্তর (বিজিই), ২০১৭-১৮ বর্ষের মো মিরাজ মাহতাব (ইংরেজি), ২০১৪-১৫ বর্ষের কে এস এম সায়েম (মাইক্রোবায়োলজী) এবং ২০১৮-১৯ বর্ষের অর্নব সরকার (সমাজকর্ম)।

এছাড়া নেতৃত্বদাতা, সংগঠক ও হুকুম দাতা হিসেবে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক হাসানুজ্জামান বিপ্লব সহ ৭ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০ হাজার টাকা করে অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, ২০১৪-১৫ বর্ষের মো. মুহাইমিনুল ইসলাম নুহাশ (ফার্মেসি) ,মাহবুবুর রহমান চৌধুরী (ব্যবসায় প্রশাসন), ২০১৫-১৬ বর্ষের জাহিদ হাসান শুভ (ইএসডিএম), ২০১৭-১৮ বর্ষ মাস্টার্সের শিক্ষার্থী হাসানুজ্জামান বিপ্লব (ইএসডিএম), শাফকাত আবির (ইংরেজি), ২০১৪-১৫ বর্ষের আতাউল করিম রনি (কৃষি) ও ২০১৭-১৮ বর্ষের আব্দুল্লাহ আল নোমান (অর্থনীতি)

এছাড়া ১২ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। তারা হলেন, ২০১৬-১৭ বর্ষের মো. আবদুল রহমান শিহাব (মাইক্রোবায়োলজী), মো. আল আমিন(কৃষি), আক্তারুজ্জামান জিসান (বিএলডব্লিউএস), ২০১৫-১৬ বর্ষের কাজী মাহমুদুর রহমান রাহিম (মাইক্রোবায়োলজী), মো. জুবায়ের আহমেদ জনি(বিজিই), কামরুল হাসান(এফটিএনএস), আরফানুল হক(সিএসটিই), ২০১৮-১৯ বর্ষের আবদুল্লাহ আল মাহদি(কৃষি), ২০১৮-১৯ বর্ষের মো. শাকিল মোস্তফা মানিক (অর্থনীতি), ২০১৭-১৮ বর্ষের মো. এহতেশামুল হক শুভ(টিএইচএম),
ইয়াছিন আরাফাত (বিএলডব্লিউএস), ২০১৮-১৯ বর্ষের মো.আলি (ইংরেজি)

বিজ্ঞপ্তির আলোকে গত ২৬ সেপ্টেম্বর ‘১৯ তারিখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শৃংখলা বোর্ডের সভা ২০১৯/০১ এর সুপারিশ অনুযায়ী গত শনিবার অনুষ্ঠিত রিজেন্ট বোর্ড সভায় অনুমোদনক্রমে এই শাস্তির চূড়ান্ত নেওয়া হয়।

জানা যায়, শাখা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম রবিন ও সাকিব মোশাররফ ধ্রুব এই দুই গ্রুপের চালানো দুই দিনের তান্ডবে একজন হল প্রভোস্ট সহ ১০ এর শিক্ষার্থী আহত হয়। এবং সালাম হলের প্রায় অর্ধলক্ষ টাকা সম্পদের ক্ষয়ক্ষতি হয়। হল ভ্যাকেন্ট করে স্থানীয় প্রশাসনের সহায়তায় হল তল্লাশি চালালে উদ্ধার হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং কয়েক ধরণের নেশাদ্রব্য।
কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি