ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুবিতে স্নাতক ভর্তিতে কোটায় আসন পূরণ না হলে খালি থাকবে

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৫৭, ১৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষবর্ষে  কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাবে ৬০ জন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ১০৪০ আসনের বাহিরে তাদের ভর্তি করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

রেজিস্ট্রার অফিস থেকে জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ২৭ জন, উপজাতি ১২ জন,  অ-উপজাতি ৪ জন, শারীরিক প্রতিবন্ধী কোটায় ৬ জন, পোষ্য কোটায় ৬ জন এবং বিকেএসপি কোটায় ৪ জন মোট ৫৯ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।  

উল্লেখ্য, ৮ ও ৯ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী। যেখানে প্রতি আসনের বিপরীতে লড়েছিল ৬৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের জানান, কোটায় আসন পূরণ না হলে খালি থাকবে। প্রতিটি ইউনিটের প্রধানরা ওই ইউনিটের আওতাভুক্ত  বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে কোটার আসন ঠিক করবেন। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি