ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোবিপ্রবি`তে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল গঠন

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:৩৩, ১৮ নভেম্বর ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল গঠন হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের হাজ্বী মোহাম্মদ ইদ্রীস অডিটোরিয়ামে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। 

মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আওয়ামীপন্থী সকল শিক্ষক একত্রিত করার লক্ষ্যে এ সময় নীল দল গঠন করার প্রস্তাব পাশ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন এবং এই প্রস্তাবের পক্ষে সাক্ষর করেন।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডীন ও প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, 'সকলের সম্মতিতে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষকদের নিয়ে গঠিত নীল দলের ব্যানারে আগামী শিক্ষক সমিতির নির্বাচন ২০২০ এ অংশগ্রহণ করার সিদ্ধান্ত  হয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সার্বিক সমস্যা সমাধানে নীল দল জোড়াল ভূমিকা রাখবে।

এতে আরো বক্তব্য রাখেন, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন, বাংলা বিভাগের প্রভাষক সাহানা রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের  সহকারী অধ্যাপক মো. রুবেল মিয়া, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাইমিনুল ইসলাম সেলিম ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি