হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশ
প্রকাশিত : ২০:১১, ২২ নভেম্বর ২০১৯
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশ হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ২ ডিসেম্বর হতে ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
৪ দিনব্যাপী ভর্তি পরীক্ষার ১ম দিন ডি ইউনিট, ২য় দিন ‘এ’ইউনিট, ৩য় দিন ‘বি’ ইউনিট এবং সর্বশেষ ৪র্থ দিন সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত শিফট অনুযায়ী অনুষ্ঠিত হবে। ইংলিশ ভার্সনে যে সকল ভর্তিচ্ছু পরীক্ষা দিবে তাঁদের পরীক্ষা কৃষি অনুষদীয় ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.hstu.ac.bd/ তে পাওয়া যাবে ।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা চলাকালীন স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় থাকবে।
কেআই/ আরকে
আরও পড়ুন