ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন ১১ ডিসেম্বর

ববি সংবাদদাতা

প্রকাশিত : ১২:১৭, ২৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামী শিক্ষক পন্থীদের দুই প্যানেল। প্রতি বছরই এ দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে।  

‘জাফর-আবির’ প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন শিক্ষক সমিতির ৩ বারের সাধারণ সম্পাদক ভূতত্ত্ব ও  খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক  আবু জাফর মিয়া এবং সাধারণ সম্পাদক পদে সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক  ড. তারেক মাহমুদ আবির।

অন্যদিকে, ‘আরিফ- খোরশেদ’ প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাবেক শিক্ষক সমিতির সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক  আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক  ড. মো. খোরশেদ আলম।   

এক বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ড. রেহেনা পারভিন এবং  নির্বাচন কমিশনার মুহাম্মদ রাকিবুল ইসলাম ও মো. আবির হোসেন।  

সভাপতি প্রার্থী ভূতত্ত্ব ও  খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া বলেন, বিগত ৩ বছর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চ শিক্ষা, জীবন যাত্রার মান,গবেষণা নিয়ে কাজ করাসহ ছাত্র- শিক্ষকদের বিভিন্ন  সমস্যায় পাশে থাকার চেষ্টা করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সমাধানের চেষ্টা করেছি। পরবর্তী সময়ে আমাদের সেই কাজের ধারা অব্যাহত রাখবো ।   

অপর সভাপতি প্রার্থী ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন জানান, শিক্ষক শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমারা বদ্ধ পরিকর। শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা এবং কার্যনির্বাহী কমিটিকে আরো গতিশীল করে সবার অধিকার রক্ষায় আমরা কাজ করবো ।

সাধারণ সম্পাদক প্রার্থী পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক  ড. মো. খোরশেদ আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়টি নতুন। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা রয়েছে। সকলকে সাথে নিয়ে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি