ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোবিপ্রবিতে কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকার রোববার

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:০৭, ৩০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য সব ইউনিটে কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামীকাল রোববার। মুক্তিযোদ্ধা, উপজাতি, হরিজন সম্প্রদায়, প্রতিবন্ধী এবং খেলোয়াড় (শুধু মাত্র বিকেএসপি থেকে উত্তীর্ণদের জন্য) কোটায় ভর্তির সুযোগ পাবেন।

মুক্তিযোদ্ধা এ ইউনিট-১০,বি-০৬,সি-০৮,ডি (বিজ্ঞান-০৯,ব্যবসায়-০৩,মানবিক-০১),ই-০৫,এফ-০৪ টি।উপজাতি এ ইউনিট-০৫,বি-০৩,সি-০৪,ডি (বিজ্ঞান -০৫,ব্যবসায়-০২,মানবিক-০১),ই-০৩,এফ-০২ টি।অন্যান্য (প্রতিবন্ধী, হরিজন,খেলোয়াড়) এ ইউনিট-০২,বি-০১,সি-০২,ডি (বিজ্ঞান -০২,ব্যবসায়-০১,মানবিক-০১) টি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম মেধাতালিকার এ, বি, সি ও এফ ইউনিটের সকল সিট পূরণ হয়ে গেছে। ডি ইউনিটে বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত ৩৭টি সিট, মানবিক বিভাগের ১টি সিট ও ব্যবসায় শিক্ষা বিভাগের ১১টি সিট এবং ই ইউনিটের ৫১টি সিট খালি রয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি