ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইডেনের ছাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার বিজয় সরণিতে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত আকলিমা আক্তার জুই রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তরে অধ্যয়ন করছিলেন। 

জানা যায়, গত ৩০ নভেম্বর ভোরের দিকে বিজয় সরণি এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। জুই উবার’র মোটরসাইকেল যোগে মিরপুর থেকে ফার্মগেট যাচ্ছিলেন। দুর্ঘটনার শিকার হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালে তার অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান নিশ্চিত করেন। 

জুই (২৪) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আবুল কালামের মেয়ে। 

নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি