ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়

ভর্তি জালিয়াতি চক্রে এবার বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

জাককানইবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:২৭, ৮ ডিসেম্বর ২০১৯

জালিয়াত চক্রের দুই সদস্য

জালিয়াত চক্রের দুই সদস্য

ভর্তি জালিয়াতি চক্রে জড়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। দেশের বিভিন্ন পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় তৎপর হয়ে উঠে এই ভর্তি জালিয়াত চক্রটি। 

'প্রক্সি ও প্রশ্নপত্র ফাঁস' এই দুই পদ্ধতিতেই সিন্ডিকেট পরিচালনা করে থাকে তারা। বর্তমানে প্রক্সি জালিয়াতি করে অবৈধ অর্থোপার্জনই যেন তাদের জন্য স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সক্রিয় আছে এই চক্রটি। বড় অঙ্কের (৩ লাখ) টাকার বিনিময়ে প্রতি পরীক্ষার্থীকে চান্স পাইয়ে দেয়ার শর্তে লেনদেন করে থাকে এই চক্রটি।

সম্প্রতি এসব কথা উঠে এসেছে জালিয়াত চক্রের এক সদস্যের ফাঁস হওয়া ৭ মিনিট ৩৫ সেকেন্ড-এর একটি অডিও রেকর্ডে। যিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ১৮১২৩৮৩৯ রোলধারী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার নাম সাব্বির রহমান। 

বিশ্ববিদ্যালয়টির ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্বে এক শিক্ষার্থীকে প্রক্সি প্রক্রিয়ায় ভর্তি করিয়ে দিবে -এমন একটি চুক্তি করার কথোপকথন রেকর্ড আকারে ফাঁস হয়। যেখানে একই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিক খানের সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে। 

ফাঁস হওয়া ওই রেকর্ডে বলা হয়েছে- শফিক বিশ্ববিদ্যালয়ের মূল সিন্ডিকেট। এই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে ঝামেলা হলে সব সমস্যার সমাধান করে থাকে শফিক খান। এই ভর্তি বাণিজ্যে উপার্জিত অর্থে বিলাস বহুল জীবন যাপন করে সে। তার হাতের ঘড়ি, মোবাইল, বাইক ও মাইক্রোই যার প্রমাণ। 

প্রতি সিজনে ৫০ লাখ টাকা আয় তার। এই সকল প্রকার আয়-ব্যয়ের কোনও অর্থই সে বাসা থেকে আনে না বলে জানা যায় এই চক্রের সদস্য সাব্বিরের মুখে। এমনকি শফিক নিজেও জালিয়াতি করে ভর্তি হয় বলে জানা যায় এই ফাঁস হওয়া রেকর্ড থেকে। 

আরও জানা গেছে, এই ভর্তি পরীক্ষায় ৭ জন পরীক্ষার্থী আছে সাব্বিরের, যাদের প্রক্সি জালিয়াতি করে ভর্তি করা হবে। তার একমাত্র ইচ্ছা, এইবারের টাকা দিয়ে একটা বাইক কিনবে সে।

জানা গেছে, সাব্বির কেবল কবি নজরুল নয়, জাহাঙ্গীরনগর, শাবিপ্রবি, মাওলানা ভাসানীতেও তার চক্রের মাধ্যমে জালিয়াতি করে থাকে বলে ফাঁস হওয়া অডিওতে শোনা যায়। চক্রের অন্যতম প্রধান হোতা শফিক খান এর পূর্বেও জালিয়াত করে প্রশাসনের কালো তালিকায় এসেছিলো। কিন্তু প্রশাসন থেকে কোনও ব্যবস্থা ছাড়াই সে তার স্বাভাবিক শিক্ষাজীবন অতিবাহিত করে। 

২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিট- এ প্রথম শিফট-এর প্রকাশিত ফলাফলে জালিয়াতি করে পঞ্চম স্থান অধিকার করে এই চক্রের আশ্রয়ে আসে এক পরীক্ষার্থী। নাম মারুফ রহমান, যার রোল ১৩৮৫৮। সে নজরুল বিশ্ববিদ্যালয়-এর সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী তুষার জিন্না ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আপেল মাহামুদ আকাশ-এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শফিক-সাব্বির সিন্ডিকেট এর মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করে। 

যার স্বীকারোক্তি দিয়েছে স্বয়ং জালিয়াতি করে ভর্তি হতে আসা আটক শিক্ষার্থী মারুফ রহমান। অভিযুক্ত তুষার জিন্না ফুলবাড়িয়া ইসলামী কলেজের আইসিটি শিক্ষক হিসেবে শিক্ষকতা করছে। গত ৫ ডিসেম্বর ভর্তি হতে এসে আটক হওয়া শিক্ষার্থী মারুফ রহমান-এর জবানবন্দী অনুযায়ী, সাব্বির তার মোবাইল ফোনসহ সাথে আনা ব্যাগ নিয়ে যায়।

এ বিষয়ে শফিক খান, সাব্বির রহমান ও তুষার জিন্নার সঙ্গে একাধিক ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ দেখায় এবং তুষার জিন্না বর্তমানে পলাতক আছে বলে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 
অন্যদিকে আপেল মাহমুদ আকাশ-এর মুঠোফোনে জানায় এটি মিথ্যা। এগুলোর সাথে আমার কোন যোগাযোগ নেই। আমি কেবল তুষার ভাইয়ের কথায় মারুফ-এর বাসায় কথা বলেছি। 

সাব্বিরের জড়িত থাকার বিষয়ে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান তানিয়া আফরিন তন্বী বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনবে প্রশাসন। তবে সাব্বিরের নামের সাথে যেহেতু আমাদের বিভাগের শিক্ষার্থী পরিচয়টা রয়েছে। আমরা বিভাগের শিক্ষকরা বসে এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছবো।

জালিয়াত চক্রে সিএসই বিভাগের একাধিক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা প্রসঙ্গে বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ এইচ এম কামাল বলেন, যেহেতু বিভাগের একাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আমরা একাডেমিকভাবে বসবো এবং কাউন্সিলিং-এর ব্যবস্থা করতে হবে। যেন ভবিষ্যতে এমন আর কেউ না করতে পারে। তুষার জিন্না নামের শিক্ষার্থী ইতোমধ্যে ড্রপ আউট তাই তার বিষয়ে সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর শফিক যদি সংশ্লিষ্ট থাকে এই কাজের সাথে তবে বিভাগ অবশ্যই ব্যবস্থা নিবে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর আটক হওয়া জালিয়াতি করে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী মারুফ রহমানসহ আরো ৩ জনের বিরুদ্ধে পাবলিক পরীক্ষায় জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যার সত্যতা নিশ্চিত করেছে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয় এর প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, জালিয়াতি করে ভর্তি হতে আসা শিক্ষার্থী আটক হয়েছে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তার দেয়া বক্তব্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আরও দুজন শিক্ষার্থীর সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি