ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ববি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি আরিফ সম্পাদক খোরশেদ

ববি সংবাদদাতা

প্রকাশিত : ২১:০৮, ১১ ডিসেম্বর ২০১৯

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি ২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পেলে লটারির মাধ্যমে ড. মো. খোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. রেহেনা পারভীন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ্য পদে রিফাত মাহমুদ, সদস্য পদে জ্যোতির্ময় বিশ্বাস,সঞ্জয় কুমার সরকার,রিফাত ফেরদৌস, মো. সাদেকুর রহমান, মো. সোহেল রানা, হোসনেয়ারা ডালিয়া, সুনীতি দেবী মন্ডল, শাওন মিত্র, মো. সানবিন ইসলাম, মো. সাজেদুল ইসলাম।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি