ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৩২, ১২ ডিসেম্বর ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সান্ধ্যকালীন কোর্সে অনির্দিষ্টকালের জন্য নতুন শিক্ষার্থী ভর্তি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সান্ধ্যকালীন প্রোগ্রামে নতুনভাবে শিক্ষার্থী ভর্তি না করার অনুরোধ করা যাচ্ছে। তবে সান্ধ্যকালীন প্রোগ্রামে যে সকল শিক্ষার্থীকে ইতোমধ্যেই ভর্তি করা হয়েছে, তাদের কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে কোনও বিধি নিষেধ থাকবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি