ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

ছিনতাইয়ের অভিযোগে ঢাবি’র ২ শিক্ষার্থী আটক

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:৩৫, ১৩ ডিসেম্বর ২০১৯

ছিনতাই করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তারা হলেন, রবিন আহমেদ ও নাহিদুল ইসলাম ফাগুন।

রবিন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র আর নাহিদুল ইসলাম ফাগুন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী। রবিন হাজী মুহাম্মদ মুহসিন হল আর নাহিদুল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান নিশ্চিত করেছেন।

ওসি আবুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, আজিমপুর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা শামস ও শুভ নামের ব্যক্তিদের ধরে তাদের মারধর করে রবিন ও নাহিদসহ কয়েকজন । পরে তাদের একজনের কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে সেটা থেকে টাকা উত্তোলন করে তারা। এ ঘটনায় ভুক্তভোগীরা শাহবাগ থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, দুইজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি