ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাকৃবিতে বিজয় দিবস পালিত

বাকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ১৩:৩৩, ১৬ ডিসেম্বর ২০১৯

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
 
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’র পাদদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। 

এছাড়াও জাতীয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, হল প্রভোস্টবৃন্দ, বাকৃবি সাংবাদিক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মরণসাগর’র পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পরে সকাল ৯টার দিকে জাতীয় দিবস উদযাপন কমিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করে।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা দেয়া হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে খেলাধুলার আয়োজন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়া এবং সন্ধ্যা সাড়ে ৫টায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় দিবস উদযাপন কমিটি।

এআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি